ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বন্ধ বাংলাদেশি ভিসা

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
বাহরাইনে বন্ধ বাংলাদেশি ভিসা বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান/ছবি: বাংলানিউজ

বাহরাইন: বাংলাদেশিদের জন্য ফের বন্ধ ঘোষণা করা হয়েছে বাহরাইনের ভিসা। কাজ না থাকা ও দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, বাহরাইনে কাজ না থাকায় হাজার হাজার প্রবাসী মানবেতর জীবনযাপন করছেন।

পরিস্থিতি না জেনে-বুঝে ফ্রি ভিসার নামে প্রতিদিন বাহরাইনে ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশিরা।

মমিনুর রহমান বলেন, ফ্রি ভিসায় এসে কাজ না পেয়ে ইতোমধ্যে অবৈধ হয়ে গেছেন হাজারো প্রবাসী। প্রতিদিন নতুন করে ভিসার দালালদের প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এ পরিস্থিতি মোকাবেলায় নতুন ভিসা বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে কতদিন পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে তা নির্দিষ্ট করে জানাননি রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ