ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত নিহত কাজী সোহেল

বাহরাইন: বাহরাইনের রাজধানী মানামায় সড়ক দুর্ঘটনায় কাজী সোহেল (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

 

 

 

শুক্রবার (২১ এপ্রিল ) বাহরাইন স্থানীয় সময় বিকেল চারটায় মানামার মানামা হাইওয়ের ফোর সিজন হোটেলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল কুমিল্লার লাকসাম উপজেলার ডাকসিন চাঁদপুর এলাকার মিজিয়াপাড়া গ্রামের কাজী দুলালের ছেলে।

তার সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার (সিপিআর) নং-৮৭০৬৪১৩২৮।

তিনি আল রিফাইন ক্যাফটেরিয়া নামক একটি রেস্টুরেন্টে মোটরসাইকেলে ডেলিভারির কাজ করতেন।

এ ব্যাপারে নিহতের রুমমেটরা বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে সোহেল মোটরসাইকেলে ডেলিভারির জন্য খাবার নিয়ে যাওয়ার সময় ওই এলাকায় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়।

পরে টহলরত পুলিশ তাকে উদ্ধার করে সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে ভর্তি  করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ এপ্রিল ) তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার মরদেহ খুব দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানো হবে বলে বাংলানিউজকে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ