সোমবার (১৫ মে) বিকেলে মেঘনা প্রবাসী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে ত্রাণ সহায়তা বিতরণকালে তিনি এ কথা বলেন। মানামার বাঙালি গলিতে আগুনে ক্ষতিগ্রস্ত ১০৬ জন প্রবাসীকে এ সহায়তা দেয় সমিতিটি।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল ম্যানেজিং কমিটি’র সদস্য হামেদ কাজী হাসান ও আইনুল হক, মেঘনা প্রবাসী সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক ইমরান, সহকারী কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক ঈসমাইল হোসেন, মনির হোসেন, সালাহ উদ্দিন, আল আমিন, আবদুর রহমান রাজু, ফয়সাল, মানিক মিয়া, মো. সেলিম, সালাউদ্দীন মুন্সি, প্রকৌশলী জহিরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ ।
এ সময় ক্ষতিগ্রস্ত প্রত্যেক প্রবাসীকে চাল, ডাল, তেল, লবণসহ নিত্য-প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী প্রদান করা হয়।
গত ১৩ মে বাঙালি গলির একটি বহুতল ভবনে আগুন লাগলে ৪ বাংলাদেশি আহত হন এবং ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হন ওই প্রবাসীরাও।
বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এইচএ/