ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

আর্থিক গোয়েন্দা বিভাগের পরিচালক হলেন মোহাম্মদ মাহবুব আলম

সিনিয়র করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মে ৮, ২০২৩
আর্থিক গোয়েন্দা বিভাগের পরিচালক হলেন মোহাম্মদ মাহবুব আলম মোহাম্মদ মাহবুব আলম -ফাইল ছবি

ঢাকা: আর্থিক গোয়েন্দা বিভাগের (বিএফআইইউ) পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ মাহবুব আলম। তিনি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্তি পরিচালক হিসেবে বিএফআইইউ কর্মরত ছিলেন।

মাহবুব আলম ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। কর্মজীবনে তিনি ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, এরপর ২০১০ সাল থেকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসেও কর্মরত ছিলেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় ডিগ্রিতে সাফল্যের সঙ্গে প্রথম শ্রেণিতে ২য় স্থান অর্জন করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনকালে UNDESA কর্তৃক পরিচালিত International Diploma on Macroeconomic Modelling & Forecasting’ বিষয়ে বিশেষ কোর্স ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং দেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মে ৪, ২০২৩
জেডএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।