ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

সিনথেটিক মিশ্রণের জুতা-ব্যাগ রপ্তানিতে পাওয়া যাবে প্রণোদনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
সিনথেটিক মিশ্রণের জুতা-ব্যাগ রপ্তানিতে পাওয়া যাবে প্রণোদনা

ঢাকা: সিনথেটিক ও ফেব্রিক্সের মিশ্রণে তৈরি করা পাদুকা এবং ব্যাগ রপ্তানিতে নগদ প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে জাহাজীকরণ পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে।

নতুন সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রপ্তানিতে ব্যবহৃত উপকরণের ওপর শুল্ক বন্ড বা ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করে সিনথেটিক ও ফেব্রিক্সের মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানির করলে রপ্তানি প্রণোদনা প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে ১ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে ৩ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে। পাশাপাশি ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে ২ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রযোজ্য হবে।

সিনথেটিক-ফেব্রিক্সের মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান সংশ্লিষ্ট অন্যান্য সার্কুলারের নির্দেশনাবলি যথারীতি অপরিবর্তিত থাকবে বলেও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে।

এর আগে ৩০ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের আরেক সার্কুলারে বলা হয়েছিলে, রপ্তানিতে ব্যবহৃত উপকরণের ওপর শুল্ক বন্ড বা ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করে সিনথেটিক ও ফেব্রিক্সের মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানি করলে রপ্তানি প্রণোদনা প্রযোজ্য হবে না।

অর্থাৎ নতুন সার্কুলারে প্রণোদনা সংক্রান্ত আগের নির্দেশনা থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
জেডএ/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।