ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি শরিফুল ইসলাম

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি শরিফুল ইসলাম

ঢাকা: বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ এফ এম শরিফুল ইসলাম।

শনিবার (২৬ মার্চ) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ মার্চ থেকে পরবর্তী ৩ বছরের জন্য ব্যাংকের এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন শরিফুল ইসলাম। এর আগে একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

১৯৮৬ সালে এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন শরিফুল ইসলাম। পরে এবি ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি ব্যাংকে শাখা ব্যবস্থাপক, বিভাগীয় প্রধানসহ নীতি-নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।

একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই ব্যাংকার।
এ এফ এম শরিফুল ইসলাম ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ এম এ ডিগ্রি লাভ করেন।

তিনি সুইজারল্যান্ড থেকে ফিন্যান্সিয়াল এসেট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইউএস সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন থেকে সিকিউরিটিজ ক্যাপিটাল মার্কেট গভর্নেন্সের ওপর ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে পেশাগত ঊৎকর্ষ অর্জন করেন। শরিফুল ইসলাম ওআইসি এক্সচেঞ্জের টাস্ক ফোর্সেরও সদস্য ছিলেন।

১৯৬০ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায়  জন্মগ্রহণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।