ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংক ও রিয়া ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
ইসলামী ব্যাংক ও রিয়া ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মধ্যে চুক্তি

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও রেমিট্যান্স সেবাদানকারী প্রতিষ্ঠান রিয়া ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মধ্যে রেমিট্যান্স সেবা প্রদানের লক্ষ্যে এক সমঝোতা চুক্তি সই হয়েছে।

 

সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুস সাদেক ভূইয়া ও রিয়া দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সুহাইল শামসিসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীরা।

 

এ চুক্তির ফলে, বিশ্বের যে কোনো দেশ থেকে রিয়া ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স ইসলামী ব্যাংকের সব শাখা থেকে উত্তোলন করা যাবে এবং সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টেও এ অর্থ জমা করা যাবে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।