ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

ঢাকা-চট্টগ্রাম-আশুগঞ্জ নৌপথ খননে বিশ্বব্যাংকের সহায়তার আশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মে ৩, ২০১৬
ঢাকা-চট্টগ্রাম-আশুগঞ্জ নৌপথ খননে বিশ্বব্যাংকের সহায়তার আশ্বাস

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম-আশুগঞ্জ অভ্যন্তরীণ নৌপথ খননসহ বিভিন্ন কার্যক্রমে বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে বিশ্বব্যাংক তাদের ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ব্যাংকটির কান্ট্রি ডিরেক্টর কিমিআও ফান মঙ্গলবার (০৩ মে) নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে তার দফতরে সাক্ষাতকালে এ আশ্বাস দেন।

বিদ্যমান রুটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ক্যাপাসিটি বিল্ডিং, ১৪টি নির্ধারিত লঞ্চঘাট উন্নয়ন, চারটি প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ/উন্নয়ন ও দু’টি কার্গো টার্মিনাল নির্মাণে সহায়তা দেবে বিশ্বব্যাংক।

নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায় ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।