ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ন্যাশনাল ব্যাংকের ক্যাশ অফিসারদের মাঝে সনদ বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মে ৪, ২০১৬
ন্যাশনাল ব্যাংকের ক্যাশ অফিসারদের মাঝে সনদ বিতরণ

ঢাকা: ন্যাশনাল ব্যাংকের ক্যাশ অফিসারদের ক্যাশ ম্যানেজমেন্ট কোর ব্যাংকিং সফটওয়্যার পার্সপেকটিভ এর ১৭ তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

৫ দিনের প্রশিক্ষণ শেষে সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (০৪ মে) ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল হামিদ সোহাগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ফাউন্ডেশন কোর্সে ৪০ জন ক্যাশ অফিসার অংশ নেন। অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও ট্রেজারি বিভাগের প্রধান আবদুস সোবহান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাশ অফিসারদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংকের ভিপি ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মেজর (অব.) কে এম এনায়েতুল হক, পিএসসি এবং এভিপি ও সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ফারজানা হক।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ০৪, ২০১৬
ওএইচ/আরআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।