ঢাকা, মঙ্গলবার, ২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

এক্সিম ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মে ৮, ২০১৬
এক্সিম ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা: এক্সিম ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ট্রেনিং একাডেমিতে শনিবার (৭ মে) অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন শাখার ৫৪ জন কর্মকর্তার অংশ নেন- রোববার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও CAMLCO মো. মুখতার হোসেন, ব্যাংকের এসইভিপি ও Deputy CAMLCO মো. মুনীরুজ্জামান এবং এক্সিম ব্যাংক ট্রেনিং ও রিসার্চ একাডেমির প্রিন্সিপাল ও এসভিপি মো. রফিকুর রহমান।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।