ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংক লোকাল অফিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুন ২২, ২০১৬
ইসলামী ব্যাংক লোকাল অফিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের লোকাল অফিসের উদ্যোগে ‘রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুন) ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জুন) বিসিআইসি মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী ও পূর্ব রামপুরা মসজিদ-ই-ওমর (রা.)-এর খতিব মাওলানা আব্দুল কাদির।

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদাসহ শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, উলামা এবং শাখার গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।