ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

বগুড়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুন ২২, ২০১৬
বগুড়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

বগুড়া: বগুড়ায় ইসলামী ব্যাংক বড়গোলা শাখার উদ্যোগে ‘রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং শীর্ষক’ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (২২ জুন) বিকেলে ব্যাংকের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম।
 
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ মহাখালী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল আমিন।
 
এছাড়া অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বড়গোলা শাখার ম্যানেজার এভিপি মঈন উদ্দীন, এসপিও সুলতানুর আলম, পিও জামাল উদ্দীন, তানভীর আহম্মেদ হুসাইন, সিনিয়র অফিসার আনোয়ার হোসেন, আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।
 
শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক।
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।