ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ব্যাংকিং

এক্সিম ব্যাংকের আন্তর্জাতিক পদক অর্জন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এক্সিম ব্যাংকের আন্তর্জাতিক পদক অর্জন

ঢাকা: ‘আন্তর্জাতিক গোল্ডেন মেডেল ফর কোয়ালিটি অ্যান্ড সার্ভিস অ্যাওয়ার্ড ২০১৬’ অর্জন করেছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)।

মেক্সিকোভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিং অর্গানাইজেশন সম্প্রতি এ পদক প্রদান করেছে।

ব্যাংকের পক্ষে পদক গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিং অর্গানাইজেশন নির্বাচিত ইউরোপ ও আমেরিকার খ্যাতিমান ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিরা সারা বিশ্ব থেকে প্রতি বছর এ পদকের জন্য ব্যবসায় অসামান্য অবদান, সেবার মান ও গুণাগুণ ইত্যাদি বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে মনোনীত করে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি বছর এক্সিম ব্যাংককে স্বনামধন্য এ পদক প্রদান করা হয়।

বৈশ্বিক অর্থনৈতিক জটিলতার মধ্যেও অগ্রগতি ও উচ্চমানসম্পন্ন সেবার ধারাকে অক্ষুণ্ন রাখাতেই এ পদক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।