ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

সিটি ব্যাংকের ৩৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
সিটি ব্যাংকের ৩৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ঢাকা: দ্য সিটি ব্যাংক লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ।

বৃহস্পতিবার (২৮ জুলাই)  অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক দীন মোহাম্মদ, আজিজ আল কায়সার, হোসেন খালেদ, মোহাম্মদ শোয়েব, হোসেন মেহমুদ, রফিকুল ইসলাম খান, রাজিবুল হক চৌধুরী, তাবাসসুম কায়সার, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক তানজিব-উল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর. কে. হুসেইনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা।

বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার সভায় অংশগ্রহণ করেন।

সভায় পরিচালক পরিষদের সুপারিশকৃত ২২ শতাংশ ক্যাশ ডেভিডেন্ট অনুমোদনের জন্য উত্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।