ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের ব্যবসায় পর্যালোচনা সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের ব্যবসায় পর্যালোচনা সভা ছবি: সংগৃহীত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপকদের বার্ষিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৬ আগস্ট) ব্যাংকের ১৯১টি শাখাকে ১৩ গ্রুপে ভাগ করে দেশের ১৩টি এলাকায় একযোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তারা একটি শক্তিশালী ব্যাংক গড়ে তোলার লক্ষ্যে শাখা প্রধানদের ২০১৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন, সম্পদের গুণগত মান বজায় রাখা, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকদের গুণগত সেবা প্রদান, শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, নন-পারফর্মিং লোন শূন্যে নামিয়ে আনা ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন।  

সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ এস এম বুলবুল; চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ডিএমডি ওয়াসিফ আলী খান ও শাহ সৈয়দ আব্দুল বারী; ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ডিএমডি আব্দুস সোবহান খান; রাজশাহী আঞ্চলিক অফিসে ইভিপি অ্যান্ড হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেসন ডিভিশন হোসেন আক্তার চৌধুরী; রংপুর শাখা কার্যালয়ে এসভিপি অ্যান্ড হেড অব মনিটরিং সেল মো. জাহাঙ্গীর বীন হামিদ; খুলনা রিজিওনাল অফিসে এসভিপি অ্যান্ড রিজিওনাল হেড অব খুলনা মেশকাত-উল-আনোয়ার খাঁন; ঢাকার সীমান্ত স্কয়ারের কার্ড ডিভিশন কনফারেন্স রুমে এসভিপি অ্যান্ড হেড অব রিস্ক ম্যানেজম্যান্ট ডিভিশন অরুন কুমার হালদার; শরীয়তপুর শাখায় এসভিপি অ্যান্ড হেড অব জেনারেল ব্যাংকিং ডিভিশন আব্দুল ওহাব; ঢাকার নিমতলী শাখায় এসভিপি অ্যান্ড হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন মনিরুজ্জামান; সিলেট রিজিওনাল অফিসে ভিপি অ্যান্ড হেড অব অ্যাগ্রিকালচার ক্রেডিট ডিভিশন মোহাম্মদ কামরুল হাসান মিঠু; গাজীপুর শাখায় ভিপি অ্যান্ড হেড অব ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন কৃষ্ণ কমল ঘোস; ময়মনসিংহ শাখায় এসএভিপি অ্যান্ড হেড অব সিআরএম-২ ডিভিশন কায়সার রশীদ এবং কুমিল্লায় এসএভিপি অ্যান্ড হেড অব সিআরএম-৪ তানভির সোবহান।

দুপুরে ব্যাংকের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।