ঢাকা: গ্রেফতারের একমাস পর রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ৩০ জুন তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (০৭ আগস্ট) অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চলতি বছরের ৩০ জুন গ্রেফতারের পর বর্তমানে কোর্ট হেফাজতে রয়েছেন মিজানুর রহমান।
বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এ বিধি ০৭৩ এর নোট-২ মোতাবেক তাকে ৩০ জুন ২০১৬ বরখাস্ত করা হলো এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত করা হলো।
তবে বরখাস্তকালীন সময়ের জন্য অগ্রণী ব্যাংক হতে নিয়মানুযায়ী খোরপোষসহ অন্যান্য আর্থিক সুবিধাদি পাবেন।
মুন গ্রুপ ও জয়নব ট্রেডিংকে বিধি বহির্ভূতভাবে ঋণ দেওয়ায় অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আব্দুল হামিদকে বাংলাদেশ ব্যাংক কারণ দর্শানো নোটিশ দিয়েছিলো। তার সন্তোষজনক জবাব দিতে না পারায় ৩০ জুন হামিদকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।
অপসারণের পর ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব নেওয়ার কিছুক্ষণ পরই গ্রেফতার হন ডিএমডি মিজানুর রহমান।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এসই/ওএইচ/বিএস