ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি দিলো ইসলামী ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি দিলো ইসলামী ব্যাংক

ঢাকা: সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরিশাল জোন।

 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) স্থানীয় একটি হোটেলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিও) মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল অঞ্চলের ১০২ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও শিক্ষা সামগ্রী তুলে দেন।

 

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনের প্রধান মো. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইন, এইচআরডি প্রধান মো. ইয়ানুর রহমান, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সচীন কুমার রায়, বরিশাল উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার আফরোজ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।