ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচি

ঢাকা: ইসলামী ব্যাংকের আমিন বাজার শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ আগস্ট) ইসলামী ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (২৭ আগস্ট) ব্যাংকটির আমিন বাজার শাখায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ২৫০ জন কেন্দ্রপ্রধানসহ ৩০০ জন পল্লী উন্নয়ন প্রকল্প গ্রাহক অংশ নেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম আযীযুল হক।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অডিট কমিটির চেয়ারম্যান মো. হেলাল আহমদ চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, ডাইরেক্টর প্রফেসর ড. কাজী শহীদুল আলম, মেজর জেনারেল (অব) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, মো. সাইফুল ইসলাম, মো. বোরহান উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. কাওছার-উল-আলম।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।