ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

দু’দিনের ব্যাংকিং সামিট শুরু ১৫ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
দু’দিনের ব্যাংকিং সামিট শুরু ১৫ নভেম্বর

ঢাকা: দেশের ব্যাংকিং খাতের সার্বিক বিষয়বস্তু নিয়ে চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে দুই দিনের ‘বাংলাদেশ ব্যাংকিং সামিট ২০১৬’।

 

আগামী ১৫ ও ১৬ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠেয় এই সামিটের অ্যাসোসিয়েট পার্টনার বাংলাদেশ ইনস্টিটি‌উট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)।


 
মঙ্গলবার (৪ অক্টোবর) বিআইবিএম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, সামিটে মালয়েশিয়ার সাইবার সিকিউরিটি, সুইফট, অর্থপাচার ইস্যুর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে।
 
এছাড়াও ডেপুটি গর্ভনর ও বাংলাদেশের ব্যাংক শিল্পের জ্যেষ্ঠ ব্যবস্থাপক, আন্তর্জাতিক ব্যাংকিং খাতে প্রযুক্তি সরবরাহের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক বক্তারা ঘরোয়া আলোচনা করবেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এসই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।