ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষপূর্তি উদযাপন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষপূর্তি উদযাপন

ঢাকা: উৎসবমুখর পরিবেশে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের (ইবিএইউবি) তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।  

৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দিবসের বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে আনন্দ র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রক্তদান, শহরের বিভিন্ন রাস্তায় আলপনা ও ক্যাম্পাস আলোকসজ্জার আয়োজন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণের সামনে কবুতর ও বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ বি এম রাশেদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, ট্রেজারার (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।  

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।