ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

চাঁদপুরে এক্সিম ব্যাংকের ১১১তম শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
চাঁদপুরে এক্সিম ব্যাংকের ১১১তম শাখা উদ্বোধন

ঢাকা: চাঁদপুর জেলার নারায়ণপুরে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ’র ১১১তম শাখার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শাখাটির উদ্বোধন করেন।

হায়দার আলী মিয়া বলেন, এক্সিম ব্যাংকের শরীয়াহসম্মত ব্যাংকিং কেবল দেশেই নয় সারাবিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যাংকের দৃঢ় আর্থিক অবস্থান, গ্রাহকবান্ধব বিনিয়োগ এবং সিএসআর কার্যক্রমে ব্যাংকের অবদান দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃতি, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পরপর তিনবার প্রশংসাপত্র এনে দিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম প্রমুখ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।