ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

সম্মাননা পেলেন মার্কেন্টাইল ব্যাংকের এমডি কাজী মসিহুর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
সম্মাননা পেলেন মার্কেন্টাইল ব্যাংকের এমডি কাজী মসিহুর সম্মাননা গ্রহণ করছেন কাজী মসিহুর রহমান

ঢাকা: ব্যাংকিং খাতে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন বেসরকারিখাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মসিহুর রহমান।

মীরসরাই কণ্ঠের ১৬ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত গুণীজন সংবর্ধনা-২০১৬ ও কৃতী শিক্ষার্থী বৃত্তি প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

 

কাজী মসিহুরের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব এমদাদ হোসেন মতিন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জালাল উদ্দীন, সামিট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার এস এম নূরউদ্দিন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এএনএম মেসকাত উদ্দীন, পুলিশের ডিআইজি (ঢাকা) মো. মেজবাহুন্নবী, সাহিত্যিক কাইয়ুম নিজামী ও মীরসরাই কণ্ঠের সম্পাদক মো. শামসুদ্দীন শামস্

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।