ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ব্যাংকিং

এক্সিম ব্যাংকের পল্টন শাখা স্থানান্তর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, ডিসেম্বর ৪, ২০১৬
এক্সিম ব্যাংকের পল্টন শাখা স্থানান্তর

গ্রাহকদের আরো উন্নত সেবা দিতে বড় পরিসরে এক্সিম ব্যাংকের পল্টন শাখা স্থানন্তর করা হয়েছে।

ঢাকা: গ্রাহকদের আরো উন্নত সেবা দিতে বড় পরিসরে এক্সিম ব্যাংকের পল্টন শাখা স্থানন্তর করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন এলাকায় ১০৯ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে বি এম টাওয়ারে নতুন শাখাটির উদ্বোধন করেন।

হায়দার আলী মিয়া আরও বলেন, এক্সিম ব্যাংকের শরীয়াহসম্মত ব্যাংকিং সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। এক্সিম ব্যাংক সব সময়ই গ্রাহকবান্ধব ব্যাংক। গ্রাহকদের আরো কাছে আসতে এবং উন্নত সেবা দিতেই পল্টন শাখা আরো বিস্তৃত পরিসরে স্থানান্তর করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, খন্দকার রুমী এহসানুল হক, মোহাম্মদ ফিরোজ হোসেন, মো. মুক্তার হোসাইন, মো. হুমায়ূন করীর, শাহ্ মো. আব্দুল বারী প্রমুখ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।