ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং প্রশিক্ষণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং প্রশিক্ষণ

সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ব্যাংকের কর্মকর্তাদের জন্য অর্থপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

ঢাকা: সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ব্যাংকের কর্মকর্তাদের জন্য অর্থপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মনীন্দ্র কুমার নাথ কোর্সটির উদ্বোধন ও একটি সেশন পরিচালনা করেন।

এসময় তিনি বক্তব্যে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকারদের ভূমিকা ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে ব্যাংকের অভ্যন্তরীণ বক্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের রিসোর্স স্পিকার সেশন পরিচালনা করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী ও ইনস্টিটিউট এর প্রিন্সিপাল জাভেদ তারিক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।