ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

সেনাবাহিনীর ত্রাণ তহবিলে ইসলামী ব্যাংকের ৫০ হাজার কম্বল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৪, ডিসেম্বর ২২, ২০১৬
সেনাবাহিনীর ত্রাণ তহবিলে ইসলামী ব্যাংকের ৫০ হাজার কম্বল সেনাবাহিনীর ত্রাণ তহবিলে ইসলামী ব্যাংকে কম্বল দিচ্ছেন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শীতার্ত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ তহবিলে ৫০ হাজার কম্বল দিয়েছে।

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শীতার্ত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ তহবিলে ৫০ হাজার কম্বল দিয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এনডিসি, পিএসসির কার্যালয়ে এ কম্বল তুলে দেন ব্যাংকের পরিচালক মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলমের কাছে।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান, এএফডবিওসি, পিএসসি ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।