বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে ) এম. সিরাজুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস।
এ চুক্তির ফলে টেক্সটাইল ও লেদার সেক্টরের কর্মকাণ্ডকে পরিবেশবান্ধব করার জন্য ন্যূনতম হারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সুবিধা প্রদান করা হবে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
জিপি/আরআই