ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ব্যাংকিং

মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকের প্রশিক্ষণে বক্তারা।

ঢাকা: মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের ইন্টারন্যাশনাল ডিভিশন ও প্রধান শাখার কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ব্যাংকটির ট্রেনিং ইনস্টিটিউটে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।    

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মতিউল হাসান প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন দিক নির্দেশনা ও এ বিষয়ে ব্যাংকারদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে আলোকপাত করেন।

কোর্সে আমন্ত্রিত রিসোর্স স্পিকার প্রশিক্ষণ দেন। এসময় মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মো. নাসিম আলম এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসই/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।