ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

শনিবার বাঘাইছড়ির সব ব্যাংকে সাধারণ ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
শনিবার বাঘাইছড়ির সব ব্যাংকে সাধারণ ছুটি

ঢাকা: পৌরসভা নির্বাচন উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সব ব্যাংকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপার ভিশন বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ আদেশ পাঠানো হয়েছে।



এতে বলা হয়েছে,  রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর নিয়ন্ত্রণকারী কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।
 
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসই/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।