ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড সম্পন্ন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড সম্পন্ন।

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড শেষ হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত কেমিস্ট্রি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়।

এ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বাংলাদেশ রসায়ন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এমএ আজিজ ও ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম।

গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া অলিম্পিয়াডে ৬টি বিভাগীয় শহরে ৯টি কেন্দ্রে প্রায় দশ হাজার শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।