ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

মোবাইল অ্যাপস চালু করলো উরি ব্যাংক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
মোবাইল অ্যাপস চালু করলো উরি ব্যাংক মোবাইল অ্যাপস চালু করলো উরি ব্যাংক

ঢাকা: বাংলাদেশে ব্যাংকিং সেবা আরও উন্নত করার লক্ষ্যে ‘গ্লোবাল উইবি ব্যাংক’ নামে মোবাইল অ্যাপস চালু করেছে উরি ব্যাংক।

নতুন অ্যাপসের মাধ্যমে মোবাইলে গ্রাহকরা বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহকের অনলাইন লেনদেনকে অধিকতর নিরাপদ করতে উরি ব্যাংক ওটিপি ডিভাইস প্রদান করবে যা সয়ংক্রিয়ভাবে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) তৈরি করবে এবং গ্রাহক এই ওটিপি ব্যবহার করে তার লেনদেন সম্পন্ন করবেন।

গুগল প্লে-স্টোর থেকে ‘GLOBAL WIBEE BANK’ অ্যাপসটি ডাউনলোড করা যাবে।

‘গ্লোবাল উইবি ব্যাংক’-এর মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন আর্থিক সেবা উপভোগ করতে পারবেন। যা শুধুমাত্র ইন্টারনেট ব্যাংকিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

উরি ব্যাংক, প্রথম কোরিয়ান ব্যাংক ১১৮ বছরেরও বেশি সময় ধরে ব্যাংকিং ঐতিহ্য বজায় রেখে বিশ্বের ২৫টি দেশে ২৫২টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।