ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ব্যাংকিং

এনসিসি ব্যাংক-বিকাশ চুক্তি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এনসিসি ব্যাংক-বিকাশ চুক্তি 

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী  প্রতিষ্ঠান  বিকাশ লি. এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক লি.। 

মঙ্গলবার (২২ মার্চ) স্বাক্ষরিত এ চুক্তির ফলে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত ১০৬টি শাখা থেকে বিকাশ এবং তাদের ডিস্ট্রিবিউটররা বিশেষ ব্যাংকিং সুবিধা পাবেন।
  
এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান এবং বিকাশ এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দীন মোহাম্মদ রাহগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম হাফিজ আহমেদ এবং বিকাশ এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর উপস্থিত ছিলেন।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ এবং বিকাশ’র এর চিফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো.  মনিরুল ইসলাম (অব.), দাসগুপ্ত  অসীম কুমার, অ্যাডভাইজার, রেগুলেটরি রিলেশনসসহ উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।