ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

‘অ্যারাবিয়ান গ্লোবাল অ্যাওয়ার্ড’ পেলো এক্সিম ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
‘অ্যারাবিয়ান গ্লোবাল অ্যাওয়ার্ড’ পেলো এক্সিম ব্যাংক

ঢাকা: এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক) ‘অ্যারাবিয়ান গ্লোবাল ব্যাংকার অ্যাওয়ার্ড ২০১৭’ অর্জন করেছে। 

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন অ্যারাবিয়ান ব্যাংকার্স কাউন্সিলের সেক্রেটারি আব্দুল্লাহ সালেহ আল কামেল।  

এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলের সদস্য আবু নাসের আল বুসাইরি।

বিশ্বব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক, আইএমএফ, এশিয়ান উন্নয়ন ব্যাংক এবং ইকোসক-এর নির্দেশনায় পরিচালিত অ্যারাবিয়ান ব্যাংকার্স কাউন্সিল ক্যামেলস রেটিং, অর্থনৈতিক উন্নয়ন সক্ষমতা, সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম, ইন্টারন্যাশনাল অ্যান্ড করসপন্ডিং ব্যাংকিং সক্ষমতা, মার্কেট সেন্স ও গত দুই বছরের কার্যক্রম বিশ্লষণ করে এক্সিম ব্যাংককে এ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।