রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নাটোরের সিংড়ার পৌর কমিউনিটি সেন্টারে ইসলামী ব্যাংকের ৩৩২ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যাংকও কাজ করছে। এ খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. আরাস্তু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা, এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মাহবুব উল আলম ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, রাজশাহী জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. কাউসার উল আলম, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা, শাখা ব্যবস্থাপক মো. এনামুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, ব্যাংকের নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা।
এর আগে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফিতা কেটে ব্যাংকের ৩৩২ তম শাখার উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরআর