ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

সিলেটে দুই দিনব্যাপী বিমা মেলা শুরু শুক্রবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
সিলেটে দুই দিনব্যাপী বিমা মেলা শুরু শুক্রবার

ঢাকা: আগামী ২২ ও ২৩ ডিসেম্বর (শুক্র ও শনিবার) দুই দিনব্যাপী বিমা মেলার আয়োজন করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বিমা খাত সম্পর্কে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা দূর করে জনসচেতনতা বাড়াতে সিলেটের কবি নজরুল অডিটোরিয়াম ও জেলা ক্রীড়া সংস্থার জিমসেসিয়ামে ‘নিরাপদ ভবিষ্যতের জন্য বিমা’ স্লোগানে এই মেলার আয়োজন করা হয়েছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিশেষ অতিথি থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইডিআরএ’র চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী।
 
আইডিআরএ সদস্য, বিমা মেলা আয়োজক কমিটির সভাপিত গকুল চাঁদ দাসের পরিচালনায় এই মেলা অনুষ্ঠিত হবে। এসে সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

মেলায় সহযোগিতা করবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম।
 
গত বছরের ২৩ মার্চ তিন দিনব্যাপী বিমা মেলা শুরু হয় রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
 
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এমএফআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।