ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

গাজীপুর সিটিতে মঙ্গলবার ব্যাংক বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
গাজীপুর সিটিতে মঙ্গলবার ব্যাংক বন্ধ গাজীপুর সিটি করপোরেশন

ঢাকা: নির্বাচন উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মঙ্গলবার (২৬ জুন) সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ভোটগ্রহণের সুবিধার্থে ও সংশ্লিষ্ট এলাকার ব্যাংকের কর্মকর্তাদের ভোটাধিকার প্রয়োগের সুবিধোর্থে জনপ্রশাসন মন্ত্রণালয় ওইদিনটি সাধারণ ছুটি ঘোষণা করেছে।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশ পালন করতে রোববার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।