ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

বেসিক ব্যাংকের এমডি নিয়োগে সার্চ কমিটি আগামী সপ্তাহেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
বেসিক ব্যাংকের এমডি নিয়োগে সার্চ কমিটি আগামী সপ্তাহেই

ঢাকা: বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে আগামী সপ্তাহেই সার্চ কমিটি গঠন করা হবে।

বুধবার (০৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ব্যাংকটির চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ এ কথা জানান।  

তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই সার্চ কমিটি গঠন করা হবে।

এই কমিটির সুপারিশ অনুযায়ী এমডি নিয়োগ দেওয়া হবে।

বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আউয়াল খান গত ১৪ আগস্ট পদত্যাগপত্র জমা দেন। ৩০ আগস্ট ব্যাংকের বোর্ড সভায় তা গৃহীত হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
জেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।