ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক 

ঢাকা: যুক্তরাজ্যভিত্তিক ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ আইএফ অ্যানালিটিকার ‘দ্য স্ট্রংগেস্ট রিটেইল ব্যাংক অব বাংলাদেশ ২০১৮’ অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। 

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়,  গত বুধবার (২১ নভেম্বর) দুবাইয়ের জে ডব্লিউ ম্যারিয়ট মারকুইস হোটেলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অ্যাওয়ার্ড তুলে দেন ব্রিটেনের সাবেক মন্ত্রী ও গ্লোবাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপরে চেয়ারম্যান শাহিদ মালিক। এ সময় ক্যামব্রিজ আইএফএ-এর প্রধান নির্বাহী ড. শফিজা আজমী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
টিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।