ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক পুরস্কার গ্রহণ অনুষ্ঠান

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড লাভ করেছে।

শনিবার (০৮ ডিসেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৭ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত-এর কাছ থেকে এ সংক্রন্ত ক্রেস্ট গ্রহণ করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-এর প্রেসিডেন্ট সিএ. ড. সুবোধ কুমার কার্ন ও আইসিএমএবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম, এফসিএমএ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।