বুধবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে শব-ই বরাত উপলক্ষে ২১ এপ্রিল রোববারের পরিবর্তে ২২ এপ্রিল সোমবার বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এদিকে ২০১৮ সালের ২৯ নভেম্বর পবিত্র শব-ই বরাত উপলক্ষে ঘোষিত ২১ এপ্রিলের ছুটি ২২ এপ্রিল নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ। প্রজ্ঞাপনটি সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ সময়: ১৮০০ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসই/এমজেএফ