ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

ইবিএইউবি’র ৫ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
ইবিএইউবি’র ৫ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ঢাকা: এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (ইবিএইউবি) পঞ্চম সিন্ডিকেট সভা বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।

কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম রাশেদুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনা সাপেক্ষে পঞ্চম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তগুলোর অনুমোদন দেয়া হয়।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

আয়োজিত সভায় সিন্ডিকেটের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, বিওটি’র সদস্য ও এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ড. মো. দেলওয়ার হোসেন, ব্যবসা অনুষদের প্রধান মুস্তাফা মাহমুদ হাসান এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. সোহেল আল বেরুনি প্র্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।