বুধবার (০৭ আগস্ট) প্রধান অতিথি হিসেবে ব্যাংকিং এই কার্যক্রমের উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র মো. আব্দুল গনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, একেএম মোস্তাফিজুর রহমান ও শেয়ারহোল্ডার আরিফ শিকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, সাপোর্ট সার্ভিসেস অ্যান্ড ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোহাম্মদ মোস্তাহাক, ব্যাংকের হেমায়েতপুর শাখা প্রধান মো. রাহাত সিদ্দিকী, নবীনগর শাখা প্রধান মো. ফয়সাল মাহমুদ, সাভার ব্যাংকিং বুথের ইনচার্জ মো. মারুফ হোসেন, গ্রাহক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে রেমিট্যান্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এছাড়া এসব সেবা একসঙ্গে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘প্লানেট’।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
পিআর/জেডএস