ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

বাংলাদেশ ব্যাংক-প্রিমিয়ার ব্যাংক চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
বাংলাদেশ ব্যাংক-প্রিমিয়ার ব্যাংক চুক্তি সই বাংলাদেশ ব্যাংক-প্রিমিয়ার ব্যাংক চুক্তি সই

ঢাকা: পাটখাতে সহায়তা দেওয়ার জন্য ৩০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে।

সম্প্রতি ওই দু’ব্যাংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এ চুক্তি সই হয়।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান ও প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের কৃষি ঋণ বিভাগের প্রধান এসএসই কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।