ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

প্রিমিয়ার ব্যাংক-রায়ান্স আইটির মধ্যে চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, অক্টোবর ৮, ২০১৯
প্রিমিয়ার ব্যাংক-রায়ান্স আইটির মধ্যে চুক্তি সই প্রিমিয়ার ব্যাংক-রায়ান্স আইটির কর্মকর্তা।

ঢাকা: বেসরকারিখাতের দি প্রিমিয়ার ব্যাংক ও রায়ান্স আইটি লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।

অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী এবং রায়ান্স আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কার্ড ডিভিশন মামুন রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন মো. তারেক উদ্দিন, রায়ান্স আইটির চিফ ফিন্যান্স কর্মকর্তা মো. শাজেদুল করিম। এছাড়াও উভয় পক্ষের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।