কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি বছরের অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স বেড়েছে ৩২.২৮ শতাংশ। মাসের হিসেবে সেপ্টেম্বরের তুলনায় এটি ১১.৬৪ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের নিদের্শনা মোতাবেক সর্বোচ্চ দেড় হাজার ডলার পর্যন্ত রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে ২ শতাংশ প্রণোদনা দেওয়া হবে। রেমিটেন্সের পরিমাণ এর চেয়ে বেশি হলে প্রেরণকারীকে আয়ের উৎস সম্পর্কে প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, সরকারের নানা রকম উদ্যোগের ফলে আগামীতে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে। এতে আয় ও ব্যয়ের ভারসাম্য সঙ্কট মেটাতে পারবে সরকার।
ডলারের বিপরীতে টাকার দাম সহনীয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। তাই বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের নানাভাবে উৎসাহ দিচ্ছে সরকার। নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত আন্তঃব্যাংক বিনিময়ের ক্ষেত্রে ডলারের মূল্য ৮৪.৭৫ টাকা, কিন্তু গত বছর একই সময়ে তা ছিল ৮৩ দশমিক ৮৫ টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সরকার ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে ২ শতাংশ প্রণোদনার ঘোষণা দেওয়ার পর থেকেই রেমিটেন্স বেড়েছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
এসই/এইচজে