সারাদেশের ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকায় দুধের চাহিদা একেবারেই নেই। তাই অধিকাংশ খামারি তাদের উৎপাদিত দুধ বিক্রি করতে পারছেন না।
এ পরিপ্রেক্ষিতে সোমবার (০৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে রূপালী ব্যাংক জানায়, দুগ্ধ শিল্পকে টিকিয়ে রাখতে খামারিদের পাশে এসে দাঁড়িয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। দুগ্ধ খামারিদের মাঝে দুধ থেকে ঘি বানানোর জন্য ঋণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। সহজ শর্ত ও স্বল্প সুদের এই ঋণ গ্রহণ করে দুগ্ধ খামারিরা উৎপাদিত দুধ থেকে ঘি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। ফলে তাদের আর দুধ ফেলে দিতে হবে না।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, করোনা মহামারিতে যখন দেশের দুগ্ধ শিল্প বন্ধ প্রায়, আমাদের প্রান্তিক গোয়ালারা যখন অসহায়, তখন আমরা অ্যাগ্রো খাতে দুধ থেকে ঘি বানানোর জন্য ঋণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ০৪, ২০২০
এসই/টিএ