ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ব্যাংকিং

গার্হস্থ্য অর্থনীতি কলেজের সব ধরনের ফি পরিশোধ করা যাবে বিকাশে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
গার্হস্থ্য অর্থনীতি কলেজের সব ধরনের ফি পরিশোধ করা যাবে বিকাশে

ঢাকা: বিকাশের মাধ্যমে প্রায় দুই হাজার শিক্ষার্থীকে সব ধরনের ফি পরিশোধের সুযোগ করে দিতে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ এবং ব্র্যাক ব্যাংকের সঙ্গে একটি ত্রিপাক্ষিক চুক্তি সই করেছে বিকাশ।  

শিক্ষার্থীরা বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *247# কিংবা কলেজের ওয়েবসাইটে বিকাশ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তাদের ফি দিতে পারবেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, সেবাটি চালু করতে গার্হস্থ্য অর্থনীতি কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে গার্হস্থ্য অর্থনীতি কলেজের চেয়ারম্যান প্রফেসর এম আনোয়ার হোসেন, ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রেফাত উল্লাহ খান এবং বিকাশের হেড অব লিগ্যাল এবং কোম্পানি সেক্রেটারি এম মাজেদুল ইসলাম চুক্তিতে সই করেন।  

অনুষ্ঠানে অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।