ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত ওয়েবিনার

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা জোনের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন শীর্ষক ওয়েবিনার হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) ওই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।  
ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ।  
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব এ আলমের সভাপতিত্বে ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা এবং মো. শামসুদ্দোহা। ব্যাংকের কুমিল্লা জোনের নির্বাহী ও কর্মকর্তারা ওয়েবিনারে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।