ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

ঢাকা: সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

শনিবার (২৮ নভেম্বর) নিয়োগ পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয় ব্যাংকার্স সিলেকশন কমিটি।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব আরিফ খান বলেন, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে।

সরকারি সাতটি ব্যাংকের সিনিয়র অফিসার পদে সমন্বিত নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১ লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থীর। ৭৭১টি পদের বিপরীতে এমসিকিউ পদ্ধতিতে ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই পরীক্ষা হওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।