ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

প্রণোদনার কৃষি ঋণ বিতরণের সময় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
প্রণোদনার কৃষি ঋণ বিতরণের সময় বাড়লো

ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণের পরিমাণ ও সময় বাড়ানো হয়েছে।

বুধবার (৩১ মার্চ) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সকল তফসিলি ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ব্যাংক কর্তৃক গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হলো।

এছাড়া, কোনো একক খাতে ব্যাংকের অনুকূলে বরাদ্দকৃত ঋণের ৩০ শতাংশের অধিক ঋণ বিতরণ করতে পারবে না, এর পরিবর্তে কোনো একক খাতে ঋণ বিতরণের সর্বোচ্চ সীমা ৪০ শতাংশে নির্ধারণ করা হলো। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।