ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

দুই প্রতারককে আটক করলো সোনালী ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
দুই প্রতারককে আটক করলো সোনালী ব্যাংক

ঢাকা: ভুয়া ঋণ মঞ্জুরিপত্রসহ প্রতারক চক্রের দুই সদস্যকে প্রধান কার্যালয় থেকে আটক করেছে সোনালী ব্যাংক। আটকদের মতিঝিল থানায় সোপর্দ এবং এ বিষয়ে একটি মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের হাতে ধরা পড়েন তারা।  
 
সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শামীমা নূর সাংবাদিকদের জানিয়েছেন, প্রতারক চক্র ঊর্ধ্বতন নির্বাহীদের স্বাক্ষর জাল করে ভুয়া ঋণ মঞ্জুরির চেষ্টা করেছেন।
 
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
এসই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।